যিহোশূয় 12:1-22-24 পবিত্র বাইবেল (SBCL)

1. অরাবা সমভূমির সমস্ত পূর্ব অংশটা সুদ্ধ অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ পাহাড় পর্যন্ত যর্দন নদীর পূর্ব দিকের ইমোরীয়দের রাজা সীহোন ও বাশনের রাজা ওগকে ইস্রায়েলীয়েরা হারিয়ে দিয়ে তাঁদের এলাকা দখল করে নিয়েছিল।

2. ইমোরীয়দের রাজা সীহোন হিষ্‌বোনে থেকে রাজত্ব করতেন। অর্ণোন উপত্যকার কিনারার অরোয়ের থেকে, অর্থাৎ উপত্যকার মাঝখান থেকে অম্মোনীয়দের দেশের সীমানা যব্বোক নদী পর্যন্ত সমস্ত এলাকাটা তাঁর শাসনের অধীনে ছিল। এই এলাকার মধ্যে ছিল গিলিয়দের অর্ধেক অংশ।

10-12. যিরূশালেমের রাজা, হিব্রোণের রাজা, যর্মূতের রাজা, লাখীশের রাজা, ইগ্লোনের রাজা, গেষরের রাজা,

13. দবীরের রাজা, গেদরের রাজা,

14. হর্মার রাজা, অরাদের রাজা,

15-17. লিব্‌নার রাজা, অদুল্লমের রাজা, মক্কেদার রাজা, বৈথেলের রাজা, তপূহের রাজা, হেফরের রাজা,

18. অফেকের রাজা, লশারোণের রাজা,

19. মাদোনের রাজা, হাৎসোরের রাজা,

20. শিম্রোণ-মরোণের রাজা, অক্‌ষফের রাজা,

21. তানকের রাজা, মগিদ্দোর রাজা,

22-24. কেদশের রাজা, কর্মিলের যকিয়ামের রাজা, দোরের পাহাড়ী জায়গার দোরের রাজা, গিল্‌গলের গোয়ীমের রাজা এবং তির্সার রাজা। এই রাজারা ছিলেন মোট একত্রিশ জন।

যিহোশূয় 12