যিহিষ্কেল 27:20-23 পবিত্র বাইবেল (SBCL)

20. দদান তোমার সংগে ঘোড়ার পিঠের গদির কাপড়ের ব্যবসা করত।

21. আরব ও কেদরের সব সর্দারেরা ছিল তোমার খদ্দের; তারা তোমার জিনিসের বদলে ভেড়ার বাচ্চা, ভেড়া ও ছাগল দিত।

22. শিবা ও রয়মার ব্যবসায়ীরাও তোমার সংগে ব্যবসা করত; তোমার জিনিসপত্রের বদলে তারা দিত সব রকমের ভাল ভাল মশলা, দামী পাথর ও সোনা।

23. হারণ, কন্নী, এদন ও শিবার ব্যবসায়ীরা এবং আসিরিয়া ও কিল্‌মদ তোমার সংগে ব্যবসা করত।

যিহিষ্কেল 27