যিহিষ্কেল 23:37-40 পবিত্র বাইবেল (SBCL)

37. তারা ব্যভিচার করেছে আর তাদের হাতে রয়েছে রক্ত। তাদের প্রতিমাগুলোর পূজা করে তারা ব্যভিচার করেছে; এমন কি, আমার জন্য জন্ম-দেওয়া ছেলেমেয়েদের তারা প্রতিমাগুলোর খাবার হিসাবে আগুনে পুড়িয়ে উৎসর্গ করেছে।

38. এছাড়া সেই একই সময়ে তারা আমার ঘর অশুচি করেছে। তারা আমার বিশ্রাম দিনগুলোর পবিত্রতা রক্ষা করে নি।

39. সেই একই দিনে তারা তাদের প্রতিমাগুলোর কাছে তাদের ছেলেমেয়েদের জবাই করেছে ও আমার ঘরে ঢুকে তা অপবিত্র করেছে। তারা আমার ঘরের মধ্যেই এই কাজ করেছে।

40. “এছাড়া অহলা ও অহলীবা দূর দেশ থেকে লোকদের আনবার জন্য লোক পাঠাল। সেই লোকেরা আসলে পর তারা তাদের জন্য স্নান করল, চোখে কাজল দিল এবং গহনা পরে নিজেদের সাজাল।

যিহিষ্কেল 23