12. তারও আসিরিয়দের প্রতি কামনা হল; তারা ছিল শাসনকর্তা ও সেনাপতি; তারা সুন্দর পোশাক পরা যোদ্ধা ও ঘোড়সওয়ার; তারা সবাই সুন্দর যুবক।
13. আমি দেখলাম সে-ও নিজেকে অশুচি করল; দু’জনে একই পথে গেল।
14. “কিন্তু অহলীবা তার বেশ্যাগিরিতে আরও এগিয়ে গেল। সে দেয়ালের উপর লাল রংয়ে আঁকা বাবিলীয় পুরুষদের ছবি দেখল।
15. কোমরে তাদের কোমর-বাঁধনি, মাথার উপর উড়ন্ত পাগড়ী; তারা সবাই দেখতে বাবিল দেশের সেনাপতিদের মত।
16. তাদের দেখামাত্রই তাদের প্রতি তার কামনা জাগল এবং সে বাবিলে তাদের কাছে লোক পাঠাল।
17. তাতে বাবিলীয়েরা তার কাছে এসে তার সংগে বিছানায় গেল এবং ব্যভিচার করে তাকে অশুচি করল। তাদের দ্বারা অশুচি হবার পর সে তাদের ঘৃণা করতে লাগল।
18. সে খোলাখুলিভাবেই যখন তার বেশ্যাগিরি চালাতে লাগল এবং তার উলংগতা প্রকাশ করল তখন আমি তাকে ঘৃণা করলাম, যেমন আমি তার বোনকে ঘৃণা করেছিলাম।
19. যৌবনে যখন সে মিসরে বেশ্যা ছিল তখনকার দিনগুলো মনে করে সে আরও বেশী ব্যভিচার করতে লাগল।
20. সেখানে সে এমন অস্বাভাবিক যৌনাচারী লোকদের কামনা করত যারা ছিল গাধা ও ঘোড়ার মতই কামুক।
21. “হে অহলীবা, তোমার যৌবন কালে মিসরের লোকেরা তোমার বুক ধরে আদর করে তোমার কুমারীত্ব নষ্ট করেছিল; এখন তুমি আবার সেই লোকদের সংগে ব্যভিচার করতে চাও।
22. সেইজন্য আমি প্রভু সদাপ্রভু বলছি যে, তোমার যে সব প্রেমিকদের তুমি ঘৃণা করেছ আমি তাদেরই তোমার বিরুদ্ধে উত্তেজিত করব এবং চারদিক থেকে আমি তাদের তোমার বিরুদ্ধে নিয়ে আসব।
23. তারা হল বাবিলীয়েরা, সমস্ত কল্দীয়েরা, পকোদ, শোয়া ও কোয়ার লোকেরা ও তাদের সংগে সমস্ত আসিরিয়েরা। তারা সবাই সুন্দর যুবক; তারা সকলেই শাসনকর্তা, সেনাপতি, রথের কর্মচারী, উঁচু পদের লোক এবং ঘোড়সওয়ার।
24. তারা অস্ত্রশস্ত্র, রথ, গাড়ি এবং লোকজনের মস্ত বড় একটা দল নিয়ে তোমার বিরুদ্ধে আসবে। তারা ছোট ও বড় ঢাল নিয়ে মাথা রক্ষার টুপি পরে তোমাকে ঘেরাও করবে। শাস্তি পাবার জন্য আমি তোমাকে তাদের হাতে তুলে দেব এবং তারা তাদের বিচারের নিয়ম অনুসারে তোমাকে শাস্তি দেবে।
25. আমার অন্তরের জ্বালা আমি তোমার বিরুদ্ধেই কাজে লাগাব বলে তারা জ্বলন্ত ক্রোধে তোমার সংগে ব্যবহার করবে। তারা তোমার নাক-কান কেটে দেবে এবং তোমার বাকী লোকদের মেরে ফেলবে। তারা তোমার ছেলেমেয়েদের নিয়ে যাবে, আর তোমার বাকী লোকেরা আগুনে পুড়ে মরবে।