যিহিষ্কেল 21:1-6 পবিত্র বাইবেল (SBCL)

1. তারপর সদাপ্রভু আমাকে বললেন,

2. “হে মানুষের সন্তান, তোমার মুখ তুমি যিরূশালেমের দিকে রেখে উপাসনা-ঘরের বিরুদ্ধে কথা বল ও ইস্রায়েল দেশের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল।

3. তাকে বল যে, সদাপ্রভু বলছেন, ‘আমি তোমার বিরুদ্ধে। আমি খাপ থেকে আমার তলোয়ার বের করে তোমার মধ্য থেকে সৎ ও দুষ্ট সবাইকে মেরে ফেলব।

4. সৎ ও দুষ্ট সবাইকে মেরে ফেলবার জন্য আমার তলোয়ার খাপ থেকে বের হয়ে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সমস্ত লোককে মেরে ফেলবে।

5. তখন সব লোক জানবে যে, আমি সদাপ্রভুই খাপ থেকে তলোয়ার বের করেছি; তা আর ফিরবে না।’

6. “সেইজন্য হে মানুষের সন্তান, তুমি কাত্‌রাও, ভাংগা অন্তর ও গভীর দুঃখে তাদের সামনে কাত্‌রাও।

যিহিষ্কেল 21