12. কিন্তু সদাপ্রভু তাঁর ক্রোধে সেটা উপ্ড়ে মাটিতে ফেলে দিলেন।পূবের বাতাসে সেটা কুঁকড়ে গেল,তার ফল ঝরে পড়ল;তার শক্ত ডালগুলো ভেংগে শুকিয়ে গেল,আর আগুন তা পুড়িয়ে ফেলল।
13. এখন সেটাকে মরুভূমিতে, শুকনা, জলহীন দেশে লাগানো হয়েছে।
14. তার গুঁড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ল;তার ডাল ও ফল পুড়ে গেল।শাসনকর্তার রাজদণ্ড হবার উপযুক্ত কোন শক্ত ডালই তাতে রইল না।’“এটা একটা বিলাপ; দুঃখের গান হিসাবে এটা ব্যবহার করা হবে।”