যিহিষ্কেল 14:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. পরে ইস্রায়েলের কয়েকজন বৃদ্ধ নেতা আমার কাছে এসে আমার সামনে বসলেন।

2. তখন সদাপ্রভুর এই বাক্য আমার কাছে প্রকাশিত হল,

3. “হে মানুষের সন্তান, এই লোকেরা তাদের অন্তরের মধ্যে প্রতিমা স্থাপন করে পাপে পড়বার মত জিনিস তাদের সামনে রেখেছে। সেইজন্য আমার কাছে যদি তারা কোন কিছু জিজ্ঞাসা করে তবে আমি তাদের উত্তর দেব না।

যিহিষ্কেল 14