1. কিন্তু যারা আগে কষ্টের মধ্যে ছিল তাদের জন্য অন্ধকার আর থাকবে না। আগেকার দিনে ঈশ্বর সবূলূন ও নপ্তালি এলাকাকে নীচু করেছিলেন, কিন্তু ভবিষ্যতে সমুদ্রের কিনারার রাস্তা থেকে ধরে যর্দন নদীর পূর্ব পারের এলাকা পর্যন্ত অযিহূদীদের গালীলকে তিনি সম্মানিত করবেন।
2. যে লোকেরা অন্ধকারে চলে তারা মহা আলো দেখতে পাবে;যারা ঘন অন্ধকারের দেশে বাস করেতাদের উপর সেই আলো জ্বলবে।
3. তুমি সেই জাতিকে বড় করবেআর বাড়িয়ে দেবে তাদের আনন্দ;ফসল কাটার সময় লোকে যেমন আমোদ করে,লুটের মাল ভাগের সময় যেমন আনন্দ করে,তেমনি করেই তারা তোমার সামনে আনন্দ করবে।
4. মিদিয়নের হেরে যাওয়ার দিনে যেমন তুমি করেছিলে,তেমনি করেই তুমি চুরমার করে দেবেসেই জোয়াল, যা তাদের উপর ভার হয়ে আছে,সেই লাঠি, যা তাদের আঘাত করে,সেই জাতি, যে তাদের উপর অত্যাচার করে।
5. যুদ্ধ করতে আসা প্রত্যেকজন যোদ্ধার জুতা,রক্তে ভেজা প্রত্যেকটি পোশাক আগুনে পুড়িয়ে দেওয়া হবে।
6. এই সমস্ত হবে,কারণ একটি ছেলে আমাদের জন্য জন্মগ্রহণ করবেন,একটি পুত্র আমাদের দেওয়া হবে।শাসন করবার ভার তাঁর কাঁধের উপর থাকবে,আর তাঁর নাম হবে আশ্চর্য পরামর্শদাতা, শক্তিশালী ঈশ্বর,চিরস্থায়ী পিতা, শান্তির রাজা।
7. তাঁর শাসনক্ষমতা বৃদ্ধির ও শান্তির শেষ হবে না।তিনি দায়ূদের সিংহাসন ও তাঁর রাজ্যের উপরে রাজত্ব করবেন;তিনি সেই সময় থেকে চিরকালের জন্যন্যায়বিচার ও সততা দিয়ে তা স্থাপন করবেনও স্থির করবেন।সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই গভীর আগ্রহে এই সমস্ত করবেন।
8. যাকোবের বিরুদ্ধে প্রভু একটা সংবাদ পাঠিয়েছেন; তা ইস্রায়েলের উপর ঘটবে।
9. ইফ্রয়িম ও শমরিয়ার সব বাসিন্দারা তা জানতে পারবে। তারা অহংকার ও অন্তরের গর্বের সংগে বলে,
10. “ইটগুলো পড়ে গেছে, কিন্তু আমরা তা আবার সুন্দর করে কাটা পাথর দিয়ে গড়ব; সব ডুমুর গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু আমরা তার বদলে লাগাব এরস গাছ।”
11. কিন্তু সদাপ্রভু তো রৎসীনের বিরুদ্ধে তার শত্রুদের শক্তিশালী করেছেন আর তার বিরুদ্ধে তাদের উত্তেজিত করেছেন।
12. পূর্ব দিক থেকে অরামীয়েরা আর পশ্চিম দিক থেকে পলেষ্টীয়েরা মুখ হা করে ইস্রায়েলকে গিলে ফেলবে। এই সব হলেও তাঁর ক্রোধ থামবে না। এখনও তাঁর হাত উঠানোই রয়েছে।