21. তখন তোমার সব লোকেরা সৎ হবে;তারা চিরদিনের জন্য দেশ অধিকার করবে।তারা আমার লাগানো চারা, আমার হাতের কাজ;তাদের মধ্য দিয়ে আমার জাঁকজমক প্রকাশিত হবে।
22. তোমাদের মধ্যে যে ছোট সে হাজার জন হবে,আর যে সবচেয়ে ছোট সে একটা শক্তিশালী জাতি হবে।আমি সদাপ্রভু; সময়মত আমি তা তাড়াতাড়িই করব।”