যিশাইয় 60:13-22 পবিত্র বাইবেল (SBCL)

13. “লেবাননের গৌরব তোমার কাছে আসবে;আমার পবিত্র জায়গা সাজাবার জন্যআসবে বেরস, ঝাউ ও তাশূর গাছ;আমার পা রাখবার জায়গাকে আমি গৌরব দান করব।

14. তোমাকে যারা অত্যাচার করততাদের ছেলেরা মাথা নীচু করে তোমার সামনে আসবে;যারা তোমাকে তুচ্ছ করত তারা সবাই তোমাকে প্রণাম করবেআর তোমাকে সদাপ্রভুর শহর,ইস্রায়েলের সেই পবিত্রজনের সিয়োন বলে ডাকবে।

15. “যদিও তোমাকে ত্যাগ ও ঘৃণা করা হয়েছিল,কেউ তোমার মধ্য দিয়ে যেত না,তবুও আমি তোমাকে করব চিরস্থায়ী গর্বের পাত্রআর বংশের পর বংশের সকলের আনন্দের বিষয়।

16. মা যেমন তার সন্তানকে দুধ খাওয়ায়তেমনি জাতিরা ও রাজারা তাদের ভাল ভাল জিনিস তোমাকে দেবে।তখন তুমি জানবে যে, আমি সদাপ্রভুই তোমার উদ্ধারকর্তা,তোমার মুক্তিদাতা, যাকোবের সেই শক্তিশালী জন।

17. আমি তোমার জন্য আনব ব্রোঞ্জের বদলে সোনাআর লোহার বদলে রূপা।কাঠের বদলে আমি তোমার জন্য আনব ব্রোঞ্জআর পাথরের বদলে লোহা।আমি মংগলকে করব তোমার শাসনকর্তাআর সততাকে করব তোমার নেতা।

18. কোন অনিষ্টের কথা আর তোমার দেশে শোনা যাবে না,তোমার সীমানার মধ্যে শোনা যাবে নাকোন ধ্বংস বা বিনাশের কথা।তোমার দেয়ালগুলোর নাম হবে উদ্ধারআর তোমার ফটকগুলোর নাম হবে প্রশংসা।

19. দিনের বেলা সূর্যের আলো তোমার আর দরকার হবে না,চাঁদের উজ্জ্বলতাও তোমার লাগবে না,কারণ সদাপ্রভুই হবেন তোমার চিরস্থায়ী আলো,আর তোমার ঈশ্বরই হবেন তোমার জাঁকজমক।

20. তোমার সূর্য আর কখনও অস্ত যাবে না,তোমার চাঁদও আর ক্ষীণ হয়ে যাবে না।সদাপ্রভুই হবেন তোমার চিরস্থায়ী আলো;তোমার শোকের দিন শেষ হবে।

21. তখন তোমার সব লোকেরা সৎ হবে;তারা চিরদিনের জন্য দেশ অধিকার করবে।তারা আমার লাগানো চারা, আমার হাতের কাজ;তাদের মধ্য দিয়ে আমার জাঁকজমক প্রকাশিত হবে।

22. তোমাদের মধ্যে যে ছোট সে হাজার জন হবে,আর যে সবচেয়ে ছোট সে একটা শক্তিশালী জাতি হবে।আমি সদাপ্রভু; সময়মত আমি তা তাড়াতাড়িই করব।”

যিশাইয় 60