যিশাইয় 53:8-10 পবিত্র বাইবেল (SBCL)

8. অত্যাচার ও অন্যায় বিচার করে তাঁকে মেরে ফেলা হয়েছিল।সেই সময়কার লোকদের মধ্যে কে খেয়াল করেছিল যে,আমার লোকদের পাপের জন্য তাঁকে জীবিতদের দেশ থেকেশেষ করে ফেলা হয়েছে?সেই শাস্তি তো তাদেরই পাওনা ছিল।

9. যদিও তিনি কোন অনিষ্ট করেন নিকিম্বা তাঁর মুখে কোন ছলনার কথা ছিল না,তবুও দুষ্টদের সংগে তাঁকে কবর দেওয়া হয়েছিলআর মৃত্যুর দ্বারা তিনি ধনীর সংগী হয়েছিলেন।

10. আসলে সদাপ্রভু তাঁর ইচ্ছা অনুসারে তাঁকে চুরমার করেছিলেনআর তাঁকে কষ্ট ভোগ করিয়েছিলেন।সদাপ্রভুর দাস যখন তাঁর প্রাণকে দোষ-উৎসর্গ হিসাবে দেবেনতখন তিনি তাঁর সন্তানদের দেখতে পাবেনআর তাঁর আয়ু বাড়ানো হবে;তাঁর দ্বারাই সদাপ্রভুর ইচ্ছা পূর্ণ হবে।

যিশাইয় 53