যিশাইয় 53:11-12 পবিত্র বাইবেল (SBCL)

11. তিনি তাঁর কষ্টভোগের ফল দেখে তৃপ্ত হবেন;সদাপ্রভু বলছেন, আমার ন্যায়বান দাসকে গভীরভাবে জানবার মধ্য দিয়েঅনেককে নির্দোষ বলে গ্রহণ করা হবে,কারণ তিনি তাদের সব অন্যায় বহন করবেন।

12. সেইজন্য মহৎ লোকদের মধ্যে আমি তাঁকে একটা অংশ দেবআর তিনি বলবানদের সংগে বিজয়ের ফল ভাগ করবেন,কারণ তিনি নিজের ইচ্ছায় প্রাণ দিয়েছিলেন।তাঁকে পাপীদের সংগে গোণা হয়েছিল;তিনি অনেকের পাপ বহন করেছিলেনআর পাপীদের জন্য অনুরোধ করেছিলেন।

যিশাইয় 53