11. মরু-এলাকা ও তার শহরগুলো জোরে জোরে প্রশংসা করুক;কেদরীয়দের গ্রামগুলোও তা করুক,শেলার লোকেরা আনন্দে গান করুক,পাহাড়ের চূড়াগুলো থেকে আনন্দে চিৎকার করুক।
12. তারা সদাপ্রভুর গৌরব করুক;দূরের দেশগুলোর মধ্যে তাঁর প্রশংসা ঘোষণা করুক।
13. একজন শক্তিশালী লোকের মত করেসদাপ্রভু বের হয়ে আসবেন;তিনি যোদ্ধার মত তাঁর আগ্রহকে উত্তেজিত করবেন;তিনি চিৎকার করে যুুদ্ধের হাঁক দেবেনআর শত্রুদের উপর জয়ী হবেন।