হে সাগরে চলাচলকারীরা, সাগরের মধ্যেকার সব প্রাণী,হে দূরের দেশগুলো আর তার মধ্যেকার বাসিন্দারা,তোমরা সবাই সদাপ্রভুর উদ্দেশে একটা নতুন গান কর,পৃথিবীর শেষ সীমা থেকে তাঁর প্রশংসার গান গাও।