যিশাইয় 40:7-10 পবিত্র বাইবেল (SBCL)

7. ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে পড়ে,কারণ সদাপ্রভুর নিঃশ্বাস সেগুলোর উপর দিয়ে বয়ে যায়।সত্যিই মানুষ ঘাসের মত।

8. ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে পড়ে,কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকে।”

9. হে সিয়োন, সুখবর আনছ যে তুমি,তুমি উঁচু পাহাড়ে গিয়ে ওঠো।হে যিরূশালেম, সুখবর আনছ যে তুমি,তুমি জোরে চিৎকার কর,চিৎকার কর, ভয় কোরো না;যিহূদার শহরগুলোকে বল,“এই তো তোমাদের ঈশ্বর!”

10. দেখ, প্রভু সদাপ্রভু শক্তির সংগে আসছেন,তাঁর শক্তিশালী হাত তাঁর হয়ে রাজত্ব করছে।দেখ, পুরস্কার তাঁর সংগে আছে,তাঁর পাওনা তাঁর কাছেই আছে।

যিশাইয় 40