20. গরীব লোক প্রতিমা তৈরী করবার জন্যযে কাঠ পচবে না সেই কাঠই বেছে নেয়।যা টলবে না এমন প্রতিমা তৈরীর জন্যসে একজন পাকা কারিগরের খোঁজ করে।
21. তোমরা কি জান না?তোমরা কি শোন নি?প্রথম থেকেই কি তোমাদের সে কথা বলা হয় নি?পৃথিবী স্থাপনের সময় থেকে কি তোমরা বোঝ নি?
22. পৃথিবীর গোল আকাশের উপরেতিনিই সিংহাসনে বসে আছেন,পৃথিবীর লোকেরা ফড়িংয়ের মত।চাঁদোয়ার মত করে তিনি আকাশকে বিছিয়ে দিয়েছেন,বাস করবার তাম্বুর মত করে তা খাটিয়ে দিয়েছেন।
23. তিনি রাজাদের ক্ষমতাশূন্য করেনআর এই জগতের শাসনকর্তাদের অসার জিনিসের মত করেন।
24. যেই তাদের লাগানো হয়,যেই তাদের বোনা হয়,যেই তারা মাটিতে শিকড় বসায়,অমনি তিনি তাদের উপর ফুঁ দেন আর তারা শুকিয়ে যায়;একটা ঘূর্ণিবাতাস নাড়ার মত করে তাদের উড়িয়ে নিয়ে যায়।