1. তোমাদের ঈশ্বর বলছেন, “আমার লোকদের সান্ত্বনা দাও,সান্ত্বনা দাও।
2. যিরূশালেমের লোকদের সংগে নরমভাবে কথা বল,আর তাদের কাছে এই কথা ঘোষণা কর যে,তাদের দুঃখ-কষ্ট শেষ হয়েছে,তাদের পাপের ক্ষমা হয়েছে,তাদের সব পাপের ফলতারা সদাপ্রভুর হাত থেকে পুরোপুরিই পেয়েছে।”
3. একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে,“তোমরা মরু-এলাকায় সদাপ্রভুর পথ ঠিক কর;মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্যএকটা রাস্তা সোজা কর।