যিশাইয় 32:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. দেখ, একজন রাজা ন্যায়ভাবে রাজত্ব করবেন আর শাসনকর্তারা ন্যায়বিচার করবেন।

2. তাদের প্রত্যেকজন হবে যেন বাতাস থেকে আড়ালের জায়গা আর ঝড় থেকে আশ্রয়স্থান, যেন মরুভূমিতে জলের স্রোত আর রোদে পোড়া জমিতে বড় পাথরের ছায়া।

3. তখন যাদের চোখ দেখতে পায় তাদের চোখ বন্ধ করা হবে না, আর যাদের কান শুনতে পায় তারা শুনতে থাকবে।

14-15. যে পর্যন্ত না উপর থেকে পবিত্র আত্মাকে আমাদের উপর ঢেলে দেওয়া হয় আর মরু-এলাকা উর্বর জমি হয় আর উর্বর জমি বনের মত মনে হয়, সেই পর্যন্ত দুর্গে ও গোলমালে ভরা শহরে কেউ থাকবে না, আর পাহাড় ও পাহারা-ঘর পোড়ো জমি হবে। তা বুনো গাধাগুলোর আনন্দের স্থান ও পশুপালের চরবার জায়গা হবে।

যিশাইয় 32