1. সেই দিন যিহূদা দেশে এই গানটা গাওয়া হবে:আমাদের একটা শক্ত শহর আছে;ঈশ্বরের দেওয়া উদ্ধার হবে তার দেয়াল ও রক্ষার ব্যবস্থা।
2. তোমরা ফটক খুলে দাওযাতে সৎ ও বিশ্বস্ত সেই জাতি ঢুকতে পারে।
3. যার মন তোমার উপর স্থির আছেতাকে তুমি পূর্ণ শান্তিতে রাখবে,কারণ সে তোমার উপর নির্ভর করে।
4. তোমরা চিরদিনের জন্য সদাপ্রভুর উপর নির্ভর কর,কারণ সদাপ্রভু, সেই সদাপ্রভুই চিরস্থায়ী আশ্রয়-পাহাড়।
5. যারা উঁচুতে বাস করে তাদের তিনি নীচুতে নামান;সেই উঁচু শহরকে তিনি ধ্বংস করে নীচু করেন।তিনি তা মাটিতে, এমন কি, ধুলায় মিশিয়ে দেন।
6. অত্যাচারিত ও গরীবেরা তা পায়ে মাড়ায়।
7. ঈশ্বরভক্ত লোকদের পথ সমান থাকে;হে ন্যায়বান, তুমি ঈশ্বরভক্তদের পথ সমান করে থাক।
8. হ্যাঁ, সদাপ্রভু, আমরা তোমার ন্যায় পথে চলেতোমার জন্য অপেক্ষা করে আছি;আমরা চাই যেন তুমি তোমার কাজের মধ্য দিয়ে প্রকাশিত হও।
9. রাতে আমার প্রাণ তোমার জন্য কাঁদে;আমার আত্মা তোমার জন্য আকুল হয়।পৃথিবীতে তোমার ন্যায়বিচার আসলে পরজগতের লোক সততা শিক্ষা পাবে।
10. দুষ্টদের দয়া দেখানো হলেওতারা সততা শিক্ষা করে না;এমন কি, ন্যায়ের দেশেও তারা অন্যায় করতে থাকেআর সদাপ্রভুর গৌরব স্বীকার করে না।
11. হে সদাপ্রভু, তোমার হাত তুমি উঁচুতে উঠিয়েছ,কিন্তু তারা তা দেখে না।তোমার লোকদের জন্য তোমার আগ্রহতারা দেখুক এবং লজ্জিত হোক;আগুন তোমার শত্রুদের পুড়িয়ে ফেলুক।
12. হে সদাপ্রভু, আমাদের জন্য তুমি শান্তি স্থাপন করবে;কারণ আমরা যা করতে পেরেছিতা সবই তুমি আমাদের জন্য করেছ।