যিশাইয় 14:5-8 পবিত্র বাইবেল (SBCL)

5. দুষ্টদের লাঠি আর শাসনকর্তাদের শাসনদণ্ড সদাপ্রভুই ভেংগে দিয়েছেন।

6. অত্যাচারী ভীষণ রাগ করে জাতিদের অনবরত আঘাত করত, রাগে সে বারবার তাদের অত্যাচার করে দমন করত।

7. এখন সমস্ত পৃথিবী রেহাই ও শান্তি পেয়েছে; সেইজন্য তারা আনন্দে গান গাইছে।

8. এমন কি, বেরস আর লেবাননের এরস গাছও আনন্দের সংগে বাবিলের রাজাকে বলছে, ‘এখন তোমাকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে বলে কোন কাঠুরেই আর আমাদের কাটতে আসে না।’

যিশাইয় 14