14. আমি মেঘের মাথার উপরে উঠব; আমি মহান ঈশ্বরের সমান হব।’
15. কিন্তু তোমাকে মৃতস্থানে নামানো হয়েছে, হ্যাঁ, সেই গর্তের সব চেয়ে নীচু জায়গায় নামানো হয়েছে।
16. যারা তোমাকে দেখে তারা তোমার দিকে তাকিয়ে থাকে। তারা তোমার অবস্থা দেখে বলে, ‘যে পৃথিবীকে নাড়াত আর রাজ্যগুলোকে কাঁপাত এ কি সেই লোক?
17. এ কি সে, যে জগতকে মরুভূমির মত করত, শহরগুলোকে উলটে ফেলত, আর বন্দীদের বাড়ী ফিরে যেতে দিত না?’
18. “জাতিদের সব রাজা সম্মানের সংগে নিজের নিজের কবরে শুয়ে আছেন।