4. সেই দিন তোমরা বলবে,“সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর গুণের কথা ঘোষণা কর;তিনি যা করেছেন তা সব জাতিকে জানাওআর ঘোষণা কর যে, তিনি মহান।
5. সদাপ্রভুর উদ্দেশে গান কর,কারণ তিনি গৌরবময় কাজ করেছেন;সারা জগতে যেন এই কথা জানানো হয়।
6. হে সিয়োনের লোকেরা, তোমরা জোরে চিৎকার করআর আনন্দে গান গাও,কারণ ইস্রায়েলের সেই পবিত্রজন তোমাদের মধ্যে মহান।”