যিশাইয় 11:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. যিশয়ের গোড়া থেকে একটা নতুন চারা বের হবেন;তাঁর মূলের সেই চারায় ফল ধরবে।

2. তাঁর উপর থাকবেনসদাপ্রভুর আত্মা,জ্ঞান ও বুঝবার আত্মা,পরামর্শ ও শক্তির আত্মা,বুদ্ধি ও সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়ের আত্মা।

3. তিনি সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়ে আনন্দিত হবেন।তিনি চোখে যা দেখবেন তা দিয়ে বিচার করবেন না,কিম্বা কানে যা শুনবেন তা দিয়ে মীমাংসা করবেন না;

4. কিন্তু অভাবীদের প্রতি ন্যায়বিচার করবেন,আর পৃথিবীর গরীবদের ব্যাপার সততার সংগে মীমাংসা করবেন।লাঠির মত করে তিনি মুখের কথায় পৃথিবীকে আঘাত করবেন,আর দুষ্টদের মেরে ফেলবেন তাঁর মুখের শ্বাসে।

যিশাইয় 11