যিশাইয় 1:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. যিহূদা দেশের রাজা উষিয়, যোথম, আহস ও হিষ্কিয়ের রাজত্বের সময়ে আমোসের ছেলে যিশাইয় যিহূদা ও যিরূশালেমের বিষয়ে যে দর্শন পেয়েছিলেন সেই সম্বন্ধে এখানে লেখা আছে।

2. হে আকাশ শোন, হে পৃথিবী শোন, সদাপ্রভু বলছেন, “আমি ছেলেমেয়েদের লালন-পালন করেছি ও তাদের বড় করে তুলেছি, কিন্তু তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।

3. গরু তার মনিবকে চেনে, গাধাও তার মালিকের যাবপাত্র চেনে; কিন্তু ইস্রায়েল তার মনিবকে চেনে না, আমার লোকেরা আমাকে বোঝে না।”

যিশাইয় 1