যিরমিয় 9:25-26 পবিত্র বাইবেল (SBCL)

সদাপ্রভু বলছেন, “এমন দিন আসছে যখন আমি মিসর, যিহূদা, ইদোম, অম্মোন, মোয়াব এবং মরু-এলাকায় বাসকারী যারা মাথার দু’পাশের চুল কাটে তাদের সকলকে শাস্তি দেব। তাদের কেবল দেহের সুন্নত করানো হয়েছে, অন্তরের সুন্নত করানো হয় নি; আর ইস্রায়েলীয়দেরও অন্তরের সুন্নত করানো হয় নি।”

যিরমিয় 9

যিরমিয় 9:17-25-26