যিরমিয় 43:4-6 পবিত্র বাইবেল (SBCL)

4. এইভাবে যোহানন, সৈন্যদলের সমস্ত সেনাপতিরা ও সমস্ত লোকেরা যিহূদা দেশে রয়ে যাওয়ার ব্যাপারে সদাপ্রভুর আদেশ অমান্য করল।

5. যিহূদার বাদবাকী যে সব লোক সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং সেখান থেকে যিহূদা দেশে বাস করবার জন্য ফিরে এসেছিল তাদের নিয়ে যোহানন এবং সমস্ত সেনাপতিরা মিসরে চলল।

6. এরা ছিল সেই সব পুরুষ, স্ত্রীলোক, ছেলেমেয়ে এবং রাজার মেয়েরা, যাদের রাজার রক্ষীদলের সেনাপতি নবূষরদন গদলিয়ের হাতে রেখে গিয়েছিলেন। এদের সংগে নবী যিরমিয় ও বারূককেও নিয়ে যাওয়া হল।

যিরমিয় 43