কিন্তু বাবিলীয় সৈন্যেরা তাঁদের পিছনে তাড়া করে যিরীহোর সমভূমিতে সিদিকিয়কে ধরে ফেলল। তারা তাঁকে ধরে হমাৎ দেশের রিব্লাতে বাবিলের রাজা নবূখদ্নিৎসরের কাছে নিয়ে গেল। নবূখদ্নিৎসর তাঁর শাস্তির আদেশ দিলেন।