9. বাস করবার জন্য ঘর বাঁধি নি কিম্বা আংগুর ক্ষেত, শস্য কিম্বা ফসলের ক্ষেতও করি নি।
10. আমরা তাম্বুতে তাম্বুতে বাস করে আসছি এবং আমাদের পূর্বপুরুষ যিহোনাদব আমাদের যা আদেশ করেছেন তা সবই আমরা পুরোপুরি পালন করে আসছি।
11. কিন্তু যখন বাবিলের রাজা নবূখদ্নিৎসর এই দেশ আক্রমণ করলেন তখন আমরা বললাম, ‘বাবিলীয় ও অরামীয় সৈন্যদের কাছ থেকে পালিয়ে চল, আমরা যিরূশালেমে যাই।’ তাই আমরা যিরূশালেমে রয়ে গেছি।”
14. রেখবের ছেলে যিহোনাদব তার ছেলেদের আংগুর-রস খেতে নিষেধ করেছিল আর সেই আদেশ তারা পালন করছে। আজও তারা আংগুর-রস খায় না, কারণ তারা তাদের পূর্বপুরুষের আদেশ মেনে চলে। কিন্তু আমি তোমাদের বারে বারে বলেছি, তবুও তোমরা আমার কথা শোন নি।
15. আমি আমার সমস্ত দাসদের, অর্থাৎ নবীদের বারে বারে তোমাদের কাছে পাঠিয়েছি। তারা বলেছে, ‘তোমরা প্রত্যেকে কুপথ থেকে ফেরো এবং তোমাদের চালচলন ভাল কর; দেব-দেবতাদের সেবা করবার জন্য তাদের পিছনে যেয়ো না। তাহলে যে দেশ আমি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের দিয়েছি সেখানে তোমরা বাস করতে পারবে।’ কিন্তু তোমরা আমার কথায় মনোযোগও দাও নি এবং শোনও নি।