1. যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের সময়ে সদাপ্রভু যিরমিয়কে বললেন,
2. “তুমি রেখবীয় বংশের লোকদের কাছে গিয়ে তাদের আমার ঘরের একটা কামরায় আসতে বল ও তাদের আংগুর-রস খেতে দাও।”
3. তখন আমি হবৎসিনিয়ের নাতি, অর্থাৎ যিরমিয়ের ছেলে যাসিনিয় ও তার সব ভাই ও ছেলেদের, অর্থাৎ রেখবীয়দের গোটা বংশকে নিয়ে আসলাম।
4. আমি তাদের সদাপ্রভুর ঘরে ঈশ্বরের লোক যিগ্দলিয়ের ছেলে হাননের ছেলেদের কামরায় নিয়ে গেলাম। সেটা ছিল শল্লুমের ছেলে দারোয়ান মাসেয়ের কামরার উপরে কর্মচারীদের কামরার পাশে।
5. আমি তারপর সেই রেখবীয়দের সামনে আংগুর-রসে পূর্ণ কতগুলো বাটি আর কতগুলো পেয়ালা রেখে তাদের বললাম, “তোমরা আংগুর-রস খাও।”
6. কিন্তু তারা বলল, “আমরা আংগুর-রস খাই না, কারণ আমাদের পূর্বপুরুষ রেখবের ছেলে যিহোনাদব আমাদের এই আদেশ দিয়েছেন, ‘তোমরা কিম্বা তোমাদের বংশধরেরা কখনও আংগুর-রস খাবে না।
12-13. তারপর ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আমাকে যিহূদা ও যিরূশালেমের লোকদের কাছে গিয়ে এই কথা বলতে বললেন, “আমি সদাপ্রভু বলছি, কেন তোমরা আমার শিক্ষা গ্রহণ করছ না এবং আমার বাক্য পালন করছ না?