যিরমিয় 30:1-7 পবিত্র বাইবেল (SBCL)

1. সদাপ্রভুর কাছ থেকে এই বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হল,

2. “আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছি, আমি তোমাকে যে সমস্ত কথা বলেছি তা সব তুমি একটা বইয়ে লিখে রাখ,

3. কারণ এমন দিন আসছে যখন আমি আমার লোক ইস্রায়েল ও যিহূদার অবস্থা ফিরাব এবং যে দেশ আমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম সেই দেশে তাদের ফিরিয়ে আনব, আর তা তাদের দখলে থাকবে।”

4. ইস্রায়েল ও যিহূদা সম্বন্ধে সদাপ্রভু এই কথা বললেন,

5. “আমি সদাপ্রভু বলছি, শান্তির চিৎকার নয় বরং ভীষণ ভয়ের চিৎকার শোনা গেছে।

6. তোমরা জিজ্ঞাসা করে দেখ, পুরুষ কি গর্ভে সন্তান ধরতে পারে? তাহলে কেন আমি প্রত্যেকটি শক্তিশালী পুরুষকে প্রসব যন্ত্রণা ভোগ করা স্ত্রীলোকের মত পেটের উপর হাত রাখতে ও সকলের মুখ মুত্যুর মত ফ্যাকাশে দেখতে পাচ্ছি?

7. হায়, সেই দিনটা কি ভয়ংকর হবে! সেই রকম আর কোন দিন হবে না। তখন হবে যাকোবের কষ্টের সময়, কিন্তু তা থেকে তাকে উদ্ধার করা হবে।

যিরমিয় 30