কিন্তু যদি আমি বলি, “আমি তাঁর কথা উল্লেখ করব না কিম্বা তাঁর নাম করে আর কিছু বলব না,” তবে তাঁর কথা আমার অন্তরে যেন জ্বলন্ত আগুন হয়ে হাড়ের মধ্যে বন্ধ হয়ে থাকে। আমি তা ভিতরে রাখতে রাখতে ক্লান্ত হয়ে পড়ি; সত্যিই আমি আর তা ভিতরে রাখতে পারি না।