যাত্রাপুস্তক 36:20-23 পবিত্র বাইবেল (SBCL)

20. আবাস-তাম্বুর জন্য বাব্‌লা কাঠ দিয়ে কতগুলো খাড়া ফ্রেম তৈরী করা হল।

21. প্রত্যেকটা ফ্রেম দশ হাত লম্বা আর দেড় হাত চওড়া করা হল,

22. আর প্রত্যেকটা ফ্রেমে দু’টা করে পায়া দেওয়া হল। আবাস-তাম্বুর সব ফ্রেম একই রকম করে তৈরী করা হল।

23. দক্ষিণ দিকের জন্য বিশটা ফ্রেম তৈরী করা হল।

যাত্রাপুস্তক 36