যাত্রাপুস্তক 35:17-21 পবিত্র বাইবেল (SBCL)

17. খুঁটি ও খুঁটির পা-দানি সুদ্ধ উঠানের পর্দা ও উঠানে ঢুকবার দরজার পর্দা;

18. উঠানের পর্দার ও আবাস-তাম্বুর গোঁজ ও দড়ি;

19. পবিত্র তাম্বু-ঘরে সেবা-কাজের জন্য পোশাক, অর্থাৎ পুরোহিত হারোণের জন্য বুনানো পবিত্র পোশাক এবং তার ছেলেদের পুরোহিত হিসাবে সেবা-কাজের পোশাক।”

20. এর পর ইস্রায়েলীয়েরা মোশির কাছ থেকে চলে গেল।

21. অন্তর থেকে সাড়া পেয়ে তারা নিজের ইচ্ছায় সদাপ্রভুকে দেবার উদ্দেশ্যে মিলন-তাম্বু তৈরী ও তার সেবা-কাজের জন্য এবং পুরোহিতের পবিত্র পোশাকের জন্য দরকার মত সব কিছু নিয়ে ফিরে আসল।

যাত্রাপুস্তক 35