12. ডাণ্ডা সুদ্ধ সাক্ষ্য-সিন্দুক, তার ঢাকনা এবং তা আড়াল করে রাখবার পর্দা;
13. ডাণ্ডা সুদ্ধ টেবিল ও তার জিনিসপত্র এবং সদাপ্রভুর সম্মুখ-রুটি;
14. আলোর জন্য বাতিদান ও তার জিনিসপত্র, তার প্রদীপ আর আলো জ্বালাবার তেল;
15. ডাণ্ডা সুদ্ধ ধূপ-বেদী; অভিষেক-তেল এবং সুগন্ধি ধূপ; আবাস-তাম্বুর দরজার পর্দা;
16. ব্রোঞ্জের ঝাঁঝরি সুদ্ধ পোড়ানো-উৎসর্গের বেদী, তার ডাণ্ডা ও বাসন-কোসন; আসন সুদ্ধ ব্রোঞ্জের গামলা;