1. পরে মোশি ইস্রায়েলীয়দের জড়ো করে বললেন, “সদাপ্রভু তোমাদের পালন করবার জন্য এই সব আদেশ দিয়েছেন।
2. সপ্তার ছয় দিন তোমরা কাজ করবে কিন্তু সপ্তম দিনটি হবে তোমাদের একটা আলাদা করে রাখা দিন, সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামের দিন। সেই দিনে যে কাজ করবে তাকে মেরে ফেলতে হবে।
3. বিশ্রামবারে তোমাদের কোন ঘরে যেন আগুন জ্বালানো না হয়।”
4-5. মোশি ইস্রায়েলীয়দের বললেন, “সদাপ্রভু আদেশ করেছেন যেন তোমাদের যা আছে তা থেকে তাঁর উদ্দেশে তোমরা ভক্তি-উপহার নিয়ে আস। যারা নিজের ইচ্ছায় দিতে চায় তারা সদাপ্রভুর জন্য এই সব জিনিস আনবে: সোনা, রূপা ও ব্রোঞ্জ;
6. নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা আর মসীনা সুতা; ছাগলের লোম;
7. লাল রং করা ভেড়ার চামড়া, শুশুকের চামড়া; বাব্লা কাঠ;
8. আলো জ্বালাবার জন্য জলপাইয়ের তেল; অভিষেক-তেল ও সুগন্ধি ধূপের জন্য মশলা;
9. এফোদ ও বুক-ঢাকনের উপরে বসাবার জন্য বৈদূর্যমণি ও অন্যান্য দামী পাথর।
30-31. এর পর মোশি ইস্রায়েলীয়দের বললেন, “সদাপ্রভু যিহূদা-গোষ্ঠীর হূরের নাতি, অর্থাৎ ঊরির ছেলে বৎসলেলকে বেছে নিয়েছেন এবং ঈশ্বরের আত্মায় পূর্ণ করে তিনি তাঁকে জ্ঞান, বিবেচনাশক্তি, অভিজ্ঞতা এবং সব রকম কারিগরী কাজের ক্ষমতা দিয়েছেন।