আমি তোমার বাবার ঈশ্বর; আমি অব্রাহাম, ইস্হাক ও যাকোবের ঈশ্বর।” তখন মোশি তাঁর মুখ ঢেকে ফেললেন, কারণ ঈশ্বরের দিকে তাকাতে তাঁর ভয় হল।