যাত্রাপুস্তক 28:3 পবিত্র বাইবেল (SBCL)

আমি যে সব ওস্তাদ কারিগরকে জ্ঞানদানকারী পবিত্র আত্মাকে দিয়ে পূর্ণ করে রেখেছি, তুমি তাদের বলে দাও যেন তারা হারোণের জন্য এমন পোশাক তৈরী করে যা তাকে পুরোহিত হিসাবে আমার সেবা করবার উদ্দেশ্যে আলাদা করে রাখবে।

যাত্রাপুস্তক 28

যাত্রাপুস্তক 28:1-13-14