যাত্রাপুস্তক 24:5-7 পবিত্র বাইবেল (SBCL)

5. তারপর তিনি কয়েকজন ইস্রায়েলীয় যুবককে পাঠিয়ে দিলেন আর তারা গিয়ে সদাপ্রভুর উদ্দেশে অনেকগুলো পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করল এবং যোগাযোগ-উৎসর্গ হিসাবে অনেক ষাঁড়ও উৎসর্গ করল।

6. মোশি উৎসর্গের রক্তের অর্ধেকটা নিয়ে কয়েকটা পাত্রে রাখলেন এবং বাকী অর্ধেক তিনি বেদীর উপরে ছিটিয়ে দিলেন।

7. তারপর তিনি ব্যবস্থা-লেখা বইটা নিয়ে লোকদের পড়ে শোনালেন।এর উত্তরে লোকেরা বলল, “আমরা বাধ্য থাকব এবং সদাপ্রভু যা যা বলেছেন তা সবই পালন করব।”

যাত্রাপুস্তক 24