32. তাদের সংগে কিম্বা তাদের দেবতাদের সংগে কোন চুক্তি করবে না।
33. তোমাদের দেশের মধ্যে তাদের বাস করতে দেবে না। তা করলে তারা আমার বিরুদ্ধে তোমাদের পাপে টেনে নিয়ে যাবে, কারণ যদি তোমরা তাদের দেব-দেবতার সেবা কর তবে নিশ্চয়ই তোমরা তার ফাঁদে আট্কা পড়ে যাবে।”