1. তারপর সদাপ্রভু মোশিকে বললেন, “ইস্রায়েলীয়দের সামনে তুমি আমার এই সব নিয়ম তুলে ধরবে।
2. “দাস হিসাবে যদি কোন ইব্রীয় লোককে তোমরা কিনে নাও, তবে ছয় বছর সে তোমাদের অধীনে কাজ করবে, কিন্তু সাত বছরের সময় তার কাছ থেকে কিছু না নিয়ে এমনিই তাকে ছেড়ে দিতে হবে।
3. যদি সে একা তোমাদের কাছে এসে থাকে তবে সে একাই চলে যাবে, কিন্তু যদি সে তার স্ত্রীকেও সংগে এনে থাকে তবে তাকেও তার সংগে যেতে দিতে হবে।
4. সেই দাসের বিয়ে যদি তার মনিবই দিয়ে থাকে আর তার ছেলেমেয়ে হয়ে থাকে তবে সেই স্ত্রী ও ছেলেমেয়ে মনিবেরই থেকে যাবে; সে একাই বের হয়ে যাবে।
5. কিন্তু যদি সেই দাস স্পষ্ট করে জানায় যে, সে তার মনিব, তার স্ত্রী ও ছেলেমেয়েদের ভালবাসে এবং তাদের ছেড়ে চলে যাবার ইচ্ছা তার নেই,
6. তবে তার মনিব তাকে ঈশ্বরের কাছে উপস্থিত করবে। তারপর দরজা বা দরজার চৌকাঠের কাছে তাকে নিয়ে গিয়ে তুরপুন দিয়ে তার কানটা ফুটা করে দেবে। তাতে সে সারা জীবন তার মনিবের দাস হয়ে থাকবে।
7. “যদি কেউ তার মেয়েকে দাসী হিসাবে বিক্রি করে তবে দাসের মত করে সেই দাসীকে ছেড়ে দেওয়া চলবে না।
18-19. “দু’জন লোক ঝগড়া করতে গিয়ে যদি একজন অন্যজনকে এমনভাবে পাথর বা ঘুষি মারে, যার ফলে সে মারা না গেলেও বিছানায় পড়ে থাকে আর শেষ পর্যন্ত সুস্থ হয়ে বাইরে গিয়ে তাকে লাঠিতে ভর করে চলাফেরা করতে হয়, তবে সেই আঘাতকারীকে মৃত্যুর শাস্তি দেওয়া চলবে না; কিন্তু যাকে আঘাত করা হয়েছে তার সময় নষ্ট হওয়ার দরুন আঘাতকারীকে ক্ষতিপূরণ দিতে হবে এবং তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলবার ব্যবস্থা করতে হবে।