13. “খুন কোরো না।
14. “ব্যভিচার কোরো না।
15. “চুরি কোরো না।
16. “কারও বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ো না।
17. “অন্যের ঘর-দুয়ার, স্ত্রী, দাস-দাসী, গরু-গাধা কিম্বা আর কিছুর উপর লোভ কোরো না।”
18. ইস্রায়েলীয়েরা যখন বিদ্যুৎ চম্কাতে এবং পাহাড় থেকে ধুমা উঠতে দেখল আর মেঘের গর্জন ও শিঙার আওয়াজ শুনল তখন তারা দূরে দাঁড়িয়ে কাঁপতে লাগল।