যাত্রাপুস্তক 19:1-10-11 পবিত্র বাইবেল (SBCL)

1. মিসর দেশ থেকে বের হয়ে আসবার পরে তৃতীয় মাসে ইস্রায়েলীয়েরা সিনাই মরু-এলাকায় গিয়ে পৌঁছাল।

10-11. সদাপ্রভু মোশিকে আরও বললেন, “আজ ও কাল এই দু’দিন তুমি লোকদের কাছে গিয়ে তাদের শুচি করবে। তারা যেন তাদের কাপড়-চোপড় ধুয়ে নেয় এবং তৃতীয় দিনের জন্য প্রস্তুত থাকে, কারণ এই তৃতীয় দিনে আমি সদাপ্রভু সমস্ত লোকের চোখের সামনে সিনাই পাহাড়ের উপর নেমে আসব।

যাত্রাপুস্তক 19