যাত্রাপুস্তক 15:10-14 পবিত্র বাইবেল (SBCL)

10. কিন্তু তুমি ফুঁ দিয়ে বাতাস বহালে,আর সাগরও তাদের ঢেকে ফেলল।তারা গভীর জলের তলায় সীসার মত করে ডুবে গেল।

11. “হে সদাপ্রভু,দেবতাদের মধ্যে কে আছে তোমার মত?কে আছে তোমার মত এমন পবিত্রতায় মহানআর মহিমায় ভয়ংকর?এমন আশ্চর্য কাজের শক্তি কার আছে?

12. তোমার ডান হাতখানা তুমি বাড়িয়ে দিলে,আর পৃথিবী তাদের গিলে ফেলল।

13. তোমার অটল ভালবাসায় তুমি যাদের ছাড়িয়ে আনলেতাদের তুমিই চালিয়ে নেবে।তোমার নিজের শক্তিতে তোমার পবিত্র বাসস্থানেতুমি তাদের চালিয়ে আনবে।

14. সেই কথা শুনে অন্য জাতিরা ভীষণ ভয়ে কাঁপবে,আর পলেষ্টীয়দের মন দারুণ ব্যথায় কাতর হবে।

যাত্রাপুস্তক 15