1. এর পর মোশি ও ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর উদ্দেশে এই গান গাইলেন:“আমি সদাপ্রভুর উদ্দেশে গান করব,কারণ লোকের চোখে তাঁর মহিমা বেড়ে গেল।ঘোড়া আর ঘোড়সওয়ারের দলগুলোকেতিনিই সাগরের জলে ফেলে দিলেন।
2. সদাপ্রভুই আমার শক্তি, তিনিই আমার গান;আমার উদ্ধার তাঁরই মধ্যে রয়েছে।সদাপ্রভুই আমার ঈশ্বর;আমি তাঁরই প্রশংসা-গান করব।তিনি আমার বাবার ঈশ্বর;আমি তাঁর মহিমা গান গাইব।
3. তাঁর নাম সদাপ্রভু, তিনি বীর যোদ্ধা।
4. ফরৌণের রথ আর সৈন্যদলগুলোকেতিনিই সাগরের জলে ফেলে দিলেন;ফরৌণের বাছাই করা কর্মচারীর দললোহিত সাগরে ডুবে মরল।
5. তারা গভীর জলে ঢাকা পড়লআর পাথরের মত করে সাগরের তলায় ডুবে গেল।
6. “হে সদাপ্রভু, ক্ষমতায় মহান তোমার ঐ ডান হাতখানা,হ্যাঁ ঐ ডান হাতখানা শত্রুকে চুরমার করল।
15-16. ইদোমীয় সর্দারেরা ভয়ে দিশেহারা হবে;মোয়াবীয় নেতারা কাঁপতে থাকবে,আর ভীষণ ভয়ের সামনে পড়েকনানীয়েরা সাহস হারাবে।হে সদাপ্রভু, তোমার লোকদের যাওয়াশেষ না হওয়া পর্যন্ত,তোমার ছাড়িয়ে নেওয়া লোকদের যাওয়াশেষ না হওয়া পর্যন্ততোমার মহা শক্তির সামনেঐ সব জাতি পাথরের মত পড়ে থাকবে।