4. “তোমরা আমার দাস মোশির আইন-কানুনের কথা, অর্থাৎ আমি তাকে হোরেবে সমস্ত ইস্রায়েলের জন্য যে সব নিয়ম ও আদেশ দিয়েছিলাম তা মনে কর।
5. “দেখ, সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ংকর দিন আসবার আগে আমি সদাপ্রভু তোমাদের কাছে নবী এলিয়কে পাঠিয়ে দেব।
6. সে পিতাদের অন্তর তাদের ছেলেমেয়েদের দিকে এবং ছেলেমেয়েদের অন্তর তাদের পিতাদের দিকে ফিরাবে, যেন আমি এসে অভিশাপ দিয়ে দেশকে ধ্বংস না করি।” ॥ভব