4. ইদোম হয়তো বলবে, “আমাদের চুরমার করা হলেও আমরা ধ্বংসস্থানগুলো আবার গড়ে তুলব।” কিন্তু সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “তারা গড়তে পারে কিন্তু আমি ভেংগে ফেলব। তাদের বলা হবে, ‘দুষ্ট দেশ’ এবং ‘যে জাতি সব সময় সদাপ্রভুর ক্রোধের তলায় রয়েছে।’
5. তোমরা তা নিজের চোখে দেখবে ও বলবে, ‘ইস্রায়েলের সীমানার বাইরেও সদাপ্রভু মহান।’ ”
6. সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “ছেলে তার বাবাকে ও চাকর তার মনিবকে সম্মান করে। যদি আমি বাবা হয়ে থাকি তবে আমার পাওনা সম্মান কোথায়? যদি মনিব হয়ে থাকি তবে আমার পাওনা শ্রদ্ধা কোথায়? ওহে পুরোহিতেরা, তোমরাই আমাকে তুচ্ছ করছ। কিন্তু তোমরা বলছ, ‘আমরা কেমন করে তোমাকে তুচ্ছ করেছি?’
7. আমার বেদীর উপরে তোমরা অশুচি খাবার রেখে আমাকে তুচ্ছ করেছ। কিন্তু তোমরা বলছ, ‘তাতে কি তুমি অশুচি হয়েছ?’ তোমরা যখন বল, ‘সদাপ্রভুর টেবিল ঘৃণার যোগ্য,’ তখন তো তোমরা আমাকেই অশুচি বলছ।