12. যারা আমাদের উপর অন্যায় করে,আমরা যেমন তাদের ক্ষমা করেছিতেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা কর।
13. আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিয়ো না,বরং শয়তানের হাত থেকে রক্ষা কর।
14. তোমরা যদি অন্যদের দোষ ক্ষমা কর তবে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও ক্ষমা করবেন।
15. কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না কর তবে তোমাদের পিতা তোমাদেরও ক্ষমা করবেন না।