1. যীশু অনেক লোক দেখে পাহাড়ের উপর উঠলেন। তিনি বসলে পর তাঁর শিষ্যেরা তাঁর কাছে আসলেন।
2. তখন তিনি শিষ্যদের এই বলে শিক্ষা দিতে লাগলেন:
3. “অন্তরে যারা নিজেদের গরীব মনে করে তারা ধন্য,কারণ স্বর্গ-রাজ্য তাদেরই।
4. যারা দুঃখ করে তারা ধন্য,কারণ তারা সান্ত্বনা পাবে।