6. “তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে লাফ দিয়ে নীচে পড়, কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে,ঈশ্বর তাঁর দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন;তাঁরা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেনযাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।”
7. যীশু শয়তানকে বললেন, “আবার এই কথাও লেখা আছে,তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করতে যেয়ো না।”
8. তখন শয়তান আবার তাঁকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য ও তাঁদের জাঁকজমক দেখিয়ে বলল,
9. “তুমি যদি মাটিতে পড়ে আমাকে প্রণাম করে তোমার প্রভু বলে স্বীকার কর তবে এই সবই আমি তোমাকে দেব।”
10. তখন যীশু তাকে বললেন, “দূর হও, শয়তান। পবিত্র শাস্ত্রে লেখা আছে,তুমি তোমার প্রভু ঈশ্বরকেই ভক্তি করবে,কেবল তাঁরই সেবা করবে।”