মথি 21:8-11 পবিত্র বাইবেল (SBCL)

8. অনেক লোক পথের উপরে তাদের গায়ের চাদর বিছিয়ে দিল। অন্যেরা গাছের ডাল কেটে নিয়ে পথের উপরে ছড়াল।

9. যারা যীশুর সামনে ও পিছনে যাচ্ছিল তারা চিৎকার করে বলতে লাগল,“হোশান্না, দায়ূদের বংশধর!প্রভুর নামে যিনি আসছেন তাঁর গৌরব হোক।স্বর্গেও হোশান্না!”

10. যীশু যিরূশালেমে ঢুকলে পর শহরের সমস্ত জায়গায় হুলস্থূল পড়ে গেল। সবাই জিজ্ঞাসা করতে লাগল, “ইনি কে?”

11. লোকেরা বলল, “উনি গালীলের নাসরত গ্রামের নবী যীশু।”

মথি 21